কুমিল্লা সদর দক্ষিণ
বরুড়া গালিমপুর রাস্তা বন্ধ ; যেতে দিচ্ছে না যেকোন গাড়ি

বরুড়া গালিমপুর রাস্তা বন্ধ ; যেতে দিচ্ছে না যেকোন গাড়ি
অনলাইন ডেস্কঃ বরুড়া গালিমপুরে রাস্তা বন্ধ করে গণ পরিবহনসহ যেকোন গাড়ি চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে গালিমপুরের একশ্রেণী এলাকাবাসী, অভিযোগ পথচারী ও চালকদের। এই রোডটি দক্ষিণ বরুড়ার অন্যতম সড়ক। অর্থাৎ বিজরা টু রহিমানগরের রোডে রাস্তা গালিমপুর এরিয়া অবরোধ করা হয়।
এই রোড দিয়ে সরকারি, বেসরকারি ও প্রাইভেট প্রতিষ্ঠানের বহু চাকরিজীবী প্রতিদিন যাতায়াত করতে হয়। এই বিষয় দক্ষিণ বরুড়ার বহুমানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে।
এই বিষয়ে গালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সাথে কথা হলে তিনি বলেন, এই রোডে সিএনজি চলাচল বেশি করে। এই এলাকাকে করোনা থেকে সুরক্ষা রাখার জন্য এবং ইউএনও স্যারের নির্দেশক্রমে রাস্তা বন্ধ করা হয়েছে।