চান্দিনা

অধ্যাপক প্রান গোপাল দত্তই পারবে নৌকার বিজয় নিশ্চিত করতে।এমদাদুল হক ভূঁইয়া সুমন মুহুরী

অধ্যাপক প্রান গোপাল দত্তই পারবে নৌকার বিজয় নিশ্চিত করতে।এমদাদুল হক ভূঁইয়া সুমন মুহুরী
দশম জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এগারো তম জাতীয় সংসদ নির্বাচন আওয়ামীলীগের জন্য এক কঠিন চ্যালেঞ্জ, কারন ষড়যন্ত্রকারীরা চক্রান্তের জাল বুনা শুরু করেছে।আওয়ামীলীগের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে কেন্দ্র থেকে তৃনমূল পর্যন্ত। নেতাকর্মীদের সজাগ রাখতে হবে চক্রান্তকারীদের বিরুদ্বে এবং প্রতিপক্ষকে কখনোই দূর্বল ভাবা যাবে না। তাই যোগ্য ও জনপ্রিয় নেতা বাছাই করে মনোনয়ন প্রদান করা অত্যাবশ্যক। উক্ত আলোকে, কুমিল্লা-০৭ চান্দিনা নির্বাচনী আসনে সর্বোচ্চ জনপ্রিয় নেতা ডাঃ অধ্যাপক প্রান গোপাল দত্ত। শুধু আমাদের মুখের কথায় জনপ্রিয় না,যাহা এন,এস আই ও জননেত্রী শেখ হাসিনার বিশেষ টিমের জরিপে প্রমানিত হয়েছে। তাই জোট থেকে বা অন্য কাউকে মনোনয়ন দিলে নৌকার পরাজয় এড়ানো সম্ভব হবেনা। উক্ত আসনে আওয়ামীলীগের সাংসদ পেতে হলে জনতার নেতা ডাঃ অধ্যাপক প্রান গোপাল দত্তই পারবে নৌকার বিজয় নিশ্চিত করতে।
জয় বাংলা
এমদাদুল হক ভূঁইয়া সুমন মুহুরী
সহ-সভাপতি
০২ নং বাতাঘাসী ইউনিয়ন আওয়ামী যুবলীগ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker