শিক্ষাঙ্গন
চান্দিনায় প্রতিবন্ধীদের মাঝে বিনা মূল্যে হুইল চেয়ার বিতরণ

চান্দিনায় প্রতিবন্ধীদের মাঝে বিনা মূল্যে হুইল চেয়ার বিতরণ
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা।
কুমিল্লার চান্দিনায় প্রতিবন্ধীদের মাঝে বিনা মূল্যে হুইল চেয়ার বিতরণ করেছে ‘রংধনু ব্লাড ডাইভার্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (১৫ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চান্দিনা পৌর মিলনায়তনে ১০জন প্রতিবন্ধীর মাঝে ১০টি হুইল চেয়ার এবং অসহায়দের মাঝে কাপড় বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম। সংগঠনটির প্রতিষ্ঠাতা কেএম আমির হোসাইন এর সার্বিক সহযোগিতায় এলাকার প্রতিবন্ধীদের মাঝে ওই সামগ্রী বিতরণ করা হয়।
দোল্লাই নবাবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমূল হাসান মঞ্জুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই কলেজ অধ্যাপক গোপিনাথ বণিক, ডা. আব্দুল আউয়াল সরকার, আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার প্রমুখ।