চান্দিনা
চান্দিনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা,

চান্দিনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা,
রিপন আহমেদ ভূঁইয়া।
“দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন “। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চান্দিনা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে ১১ টায় ৩০মিনিটে কুমিল্লার চান্দিনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস – ২০২০ ইং উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মোল্লা আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী আব্দুল মালেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান হাবীব, উপ- সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো. মোস্তফা আমীর ভূঁইয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা( ভারপ্রাপ্ত) জাহানঅারা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহআলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, সহকারী প্রোগ্রামার মো. সালাউদ্দিন, উপজেলা প্রোগ্রামার মোহাম্মদ তানভীরুল ইসলাম,বাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খোরশেদ আলম, বরকইট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল আবুল হাশেম, এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ, কে, এম মামুনুর রশিদ (আবু), সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমাম হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো.আশরাফুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ, দৈনিক রূপসী বাংলা সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি সুভাষ চন্দ্র সরকার, মাইজখার ইউনিয়ন পরিষদের সচিব মো. সহিদুল্লাহ, গল্লাই ইউনিয়ন পরিষদের সচিব নেপাল চন্দ্র দাশ, বাড়েরা ইউনিয়ন পরিষদের সচিব মো. সাখাওয়াত হোসেন, কার্য সহকারি লিটন কুমার রায়, অফিস সহায়ক রাজু আহমেদ, সুমন চক্রবর্তী।
জাতীয় দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রজেক্টরের মাধ্যমে উপভোগ করেন।