বিনোদন
জীবন তরী ____লেখক জুবেদা ইসলাম।

জীবন তরী
____ জুবেদা ইসলাম
জীবনটাকে দিওনা বলি
অহেতুক শংকায়
যেওনাকো থেমে সামান্য
ঝড় আর ঝটিকায়।
চলার পথে ঘটবে যা যা
আসবে যতো ঝড়
চোখ বুজে চিনে নিও
জনতা আপামর।
চলার পথে থাকবে কাটা
কাটবে তাতে পা
যতোই করুক শত্রুতা
বদলা নিও না।
সূর্য কিন্তু উঠবেই উঠবে
নিশিটাকে হটিয়ে
চালিয়ে যাও জীবন তরী
ভয়- ভীতি কাটিয়ে।
১৫/০২/২০২০ ইং
মৌলভীবাজার, বড়লেখা, শাহবাজপুর





