চান্দিনাজাতীয়জেলার খবরবিনোদন

*SF PAVILION’S CLUB* আয়োজিত, শট্-পিছ নাইট ক্রিকেট টুর্নামেন্ট – ২০২৪

খেলা উদ্ভদন ২৯-জুন- রোজ শনিবার,সন্ধ্যা: ৬:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে, সারারাত ব্যাপি।

*SF PAVILION’S CLUB* আয়োজিত, শট্-পিছ নাইট ক্রিকেট টুর্নামেন্ট – ২০২৪

*পরিচালনায়*,
দেওকামতা *SF PAVILION’S CLUB* এর সদস্য বৃন্দ!

স্থানঃ দেওকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন-চান্দিনা,কুমিল্লা।

খেলা উদ্ভদন ২৯-জুন- রোজ শনিবার,সন্ধ্যা: ৬:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে, সারারাত ব্যাপি।

*SF PAVILION’S CLUB* আয়োজিত, টুর্নামেন্টে ম্যাচ উদ্ভদন করিবে,
ইঞ্জিঃ মোঃ আব্দুল আউয়াল খাঁন *সফল ব্যাবসায়িক ও চ্যায়ারম্যান ১৩নং জোয়াগ ইউনিয়ন পরিষোদ* ও অন্যান্য আমণত্রিত অতিথি বৃন্দ!

☞ *ম্যাচ এর শর্থ সাপিক্ষ ও নিয়মাবলি*
১) মোট ৩২ টি দলের খেলা অনুষ্ঠিত হবে।

২) প্রতিটি দলে ৯ জন করে খেলোয়াড় থাকবে, ও ম্যান পরিবর্তনের জন্য-২ জন প্লেয়ার এর উপস্থিতি অনুমদিত।

৩) এক দলের খেলোয়ার অন্য দলে খেলতে হলে ম্যান চার্জ ৫০০টাকা প্রদান করিতে হবে।

৪) জার্সি এবং প্যান্ট বাধ্যতামূলক থাকতে হবে।

৫) প্রতিটি টিম কে বিকেল ৩ টার মধ্যে খেলার মাঠে উপস্থিত হতে হবে।

৬) খেলার মাঠে অ্যাম্পায়ার মহাশয়ের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গন্য হইবে। *BCB* বোর্ড কর্তৃত অ্যাম্পায়ারদারা খেলা পরিচালিত করা হবে।

৭) কোন দলের খেলোয়ার বা দর্শক খারাপ আচরন করলে সরাসরি ঐ দল বহিষ্কার করা হবে।

৮) খেলাটি নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

৯) অনান্য নিয়মাবলী মাঠে উপস্থিত জানানো হবে।

১০) প্রতিটি টিমকে, ১০,০০০ টাকা দিয়ে নাম নথিভুক্ত করিতে হবে।

১১ ) ২৭ তারিখ এরমদ্ধে, ৩,০০০/= টাকা দিয়ে ফ্রম ফিলাপ এ নাম নথিভূক্ত করিতে হবে।

☞ বিঃদ্রঃ আমাদের নিয়মাবলির মদ্ধে আপনাদের কোনোপ্রকার মতামত থাকলে,আমাদের সাথে অবশ্যই বিষয়টি আলাপ আলোচনা করার সুযোগ রয়েছে।

☞ বিঃদ্রঃ অনিবার্য কারন বশত খেলার তারিখ এ কোনো টিম অংশগ্রহণ না করিতে পারিলে ফ্রম ফ্লাপ এর টাকা ৩০% ডেমারেজ দিতে হবে।

◑পুরস্কার সমূহ:
☞ WINNER: *SUZUKI GIXXER MOTOR BIKE*
☞ RUNNER UP: BDT: ৮০,০০০/=

☞ *অন্যান্য আকর্ষণ সমূহ*

👉 Winner-
দলের জন্য ট্রফি ও মেডেল,এবং তিনদিন এর কক্সবাজার ট্যুর-রিটার্ন এয়ার টিকেট ও হটেল বুকিং।

👉 *Runner Up* –
দলের জন্য ট্রফি ও মেডেল এবং কক্সবাজার রিটার্ন এয়ার টিকেট।

👉 *Man of the Tournament* –
এর জন্য ঢাকা-কক্সবাজার রিটার্ন স্লিপার কোচ ও হোটেল বুকিং।

👉 *Best Batsman Gift* –
*SF PAVILION’S CLUB* এর নাম খোদাইকৃত গোল্ডপ্লেট এর আকর্ষণীয় কাপ পুরুষকৃত করা হবে।
👉 *Best Bowler Gift* –
*SF PAVILION’S CLUB* এর নাম খোদাইকৃত গোল্ডপ্লেট এর আকর্ষণীয় কাপ পুরুষকৃত করা হবে।

👉 সকল দলের জন্য ১২℅ ডিস্কাউন্ট ট্রাভেল রিওয়ার্ডস *SF SKYWAYS* গোল্ড মেম্বারশিপ কার্ড প্রদান করা হবে।

👉 সরাসরি সম্প্রচার আমাদের প্রাইভেট চ্যানেল এ করা হবে,এবং সম্পূর্ণ খেলাটি সংরক্ষিত করে রাখা হবে।

*যোগাযোগ*
১- Limon Sikdet – 01628-827073
১- সাফায়েত প্রধান – 01866-993160
২- জামাল ভূঁইয়া – 01886-611252

*ইমার্জেন্সি কোন্টাক্ট*
+88 017140-43459

*সৌজন্যে*
*SF GULFAIR*
•———————–Airlines Industry
https://www.sfgulfair.com
https://www.sfmember.com
Info@sfgulfair.com
FB Page:
https://www.facebook.com/sfgulfair?mibextid=ZbWKwL

*Warms and regards*
*Salman Farsy*
Founder & Ceo [ SF BRAND ]

Home

বিঃদ্রঃ SF PAVILION’S CLUB আয়োজিত টুর্নামেন্ট ম্যাচ টি, গভার্মেন্ট অনুমোদিত। খেলার বৃশ্রিংখলা এড়াতে সর্ব্ধা চান্দিনা থানা আমাদের প্রটেকশন দিয়ে সহযোগীতা করিবেন।

*SF BRAND PRODUCT*

↘️ SF MEMBER sfmember.com
↘️ SF Gulfair sfgulfair.com
↘️ SF Airways: sfairways.net
↘️ SF Dubaimart: sfdubaimart.com
↘️ SF Quicknet: sfquicknet.com
↘️ SF Dream Socity: Land Investment Consultant.
↘️ SF PAVILION’S CLUB: Cricket Tournament Match Management

FB PAGE: https://www.facebook.com/sfgulfair?mibextid=ZbWKwL

FB PAGE:
https://www.facebook.com/sfdubaimart?mibextid=ZbWKwL

Google Play:
https://play.google.com/store/apps/details?id=com.piapps.sfairways.com

Close