আন্তর্জাতিকচান্দিনা
ওমানে করোনায় আক্রান্ত হয়ে চান্দিনার যুবকের মৃত্যু

ওমানে করোনায় আক্রান্ত হয়ে চান্দিনার যুবকের মৃত্যু
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মহামারি করোনায় আক্রান্ত হয়ে মো.মাসুম বিল্লাহ (২৬) নামে কুমিল্লা চান্দিনার এক যুবক নিহত হয়েছে।
নিহত মাসুম উপজেলার মাইজখার ইউনিয়নের মেহার উত্তর পাড়া গ্রামের মো. কবির হোসেন ভূঁইয়ার ছেলে।পরিবারে ২ ভাই ও ২ বোনের মধ্যে মাসুম সবার বড় সন্তান ছিল।
সে করোনায় আক্রান্ত হয়ে ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ মে) মৃত্যু বরণ করেছে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকে জ্বরে ভোগছিলেন।গত ৩ জুন তাঁকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছিল।৮ জুন সোমবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।





