জাতীয়

হলি আর্টিজান হামলায় নিহতের প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন

“হলি আর্টিজান হামলায় নিহতের প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন”

ডিএমপি নিউজঃ গুলশানের হলি আর্টিজান হামলায় নিহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন (বিপিএসএ)।

বৃহস্পতিবার (১ জুলাই, ২০২১) বেলা ১০টায় গুলশান থানার সামনে (এসি রবিউল ও ওসি সালাউদ্দিনের সম্মানে) স্থাপিত ভাস্কর্য “দীপ্ত শপথ” এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সম্মানিত সভাপতি মোঃ মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম(বার) ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান পিপিএম(বার)। এ সময় পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নিহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে রুহের মাগফেরাত কামনা করেন তাঁরা।

২০১৬ সালের ১ জুলাই আজকের এই দিনে গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীরা ভয়াবহ হামলা চালায়। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ জন নিরীহ নাগরিক নিহত হন। এই সন্ত্রাসী হামলা প্রতিহত করতে গিয়ে অকালে আত্মত্যাগ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই নির্ভীক কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রবিউল করিম ও বনানী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন খান। গুরত্বর আহত হন অনেক পুলিশ কর্মকর্তা।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker