নারী ও শিশু

চাটখিল উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা লক্ষ্যে মানববন্ধন

চাটখিল উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা লক্ষ্যে মানববন্ধন

নোয়াখালীর চাটখিল উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করার লক্ষ্যে রবিবার সকাল ১১ ঘটিকায় চাটখিল উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি সুষমা শারমিন আলপনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ মোসা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এটি দূর করনে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি আরো বলেন ১৮ বছরের পূর্বে কখনো একটা মেয়ের শারীরিক এবং মানসিক সক্ষমতা আসেনা, যার কারণে আমাদের সমাজের বিবাহ বিচ্ছেদ এর পরিমাণ বেড়ে যায় একটা মেয়েকে এবং তার পরের প্রজন্মকে বাঁচানোর জন্য হলেও আমাদেরকে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক নেতা মিজানুর রহমান বাবর, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির উপদেষ্টা মাওলানা ওমর ফারুক, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ সেকেন্দার।

উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সৈয়দ জহুর আহমেদ, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, চাটখিল উপজেলার সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, উপজেলা উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদকঃ শায়লা ফারভিন স্বাধীনা। চাটখিল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ সেকেন্দার, সাংগঠনিক সম্পাদক মেহেরুন নাহার, সদস্য শাহনাজ আক্তার, আমেনা ফেরদৌস নিজুম প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker