চান্দিনা
সর্বস্তরের জনগণের কাছে ক্লিন ইমেজের জনপ্রিয় ছাত্রনেতা কাউছার আলম আপন।

সর্বস্তরের জনগণের কাছে ক্লিন ইমেজের জনপ্রিয় ছাত্রনেতা কাউছার আলম আপন।
নিজস্ব প্রতিবেদন, হোসাইন আহমেদ। কুমিল্লা, চান্দিনা।
কুমিল্লা চান্দিনা উপজেলার,জোয়াগ ইউনিয়নের কৈলাইন গ্রামের কৃতি সন্তান কাউছার আলম আপন,দীর্ঘদিন যাবত ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন এবং উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছে, বর্তমানে চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে, কাউছার আলম আপন, ওনার কর্মদক্ষতা, সততা, এবং সুন্দর আচরনের মাধ্যমে সবার মনে স্থান করে নিয়েছে,শুধু আওয়ামীলীগ সর্মথিত লোকজন নয় বিরোধী দলীয় লোকজন এবং সর্বস্তরের জনগণের কাছে প্রিয় একজন রাজনীতিবিদ,রাজনীতির পাশাপাশি এলাকার সামাজিক উন্নয়ন, মসজিদ মাদ্রাসার উন্নয়ন মূলক কাজ,এবং দলমত বিবেদ ভুলে সবাইকে নানা রকম ভাবে সহযোগিতা করার মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেছেন,কাউছার আলম আপন কে এমন ভাবে সততার সহিত কাজকর্ম করার কারন জানতে চাইলে জানান, আমি প্রমান করতে চাই এলাকার উন্নয়ন বা মানুষের পাশে দাড়াতে জনপ্রতিনিধি হতে হয় না,ইচ্ছে থাকলেই মানুষের সেবা করা যায়,আপন আরো জানান আমার বাবা সারাজীবন হালাল পথে আয় করে আমাদের বড় করেছেন,আল্লাহর পথে চললে আল্লাহ তালা সম্মান দান করেন,তাই আমিও সততার সহিত রাজনীতি করে যাবো যতদিন আল্লাহ নেক হায়াত দান আমাকে,পরিশেষে সবার কাছে দোয়া কামনা করেন।