চান্দিনা

জোয়াগের ধেরেরা গ্রামে এমপি মহোদয়ের উন্নয়ন এখন দৃশ্যমান,ধেরেরাবাসী কৃতজ্ঞতা জানান।

ধেরেরা সিরাজ মেম্বার বাড়ির মোড় থেকে মোবারকের বাড়ি হয়ে- চান্দুর বাড়ির ভিতর দিয়ে সলিং রাস্তার কাজ সম্পুর্ন

জোয়াগের ধেরেরা গ্রামে এমপি মহোদয়ের উন্নয়ন এখন দৃশ্যমান,ধেরেরাবাসী কৃতজ্ঞতা জানান।

 

নিউজ ডেক্সঃধেরেরা স্থানীয় প্রতিনিধি

কুমিল্লা চান্দিনার গণমানুষের নেতা চান্দিনা উন্নয়নের কারিগর জাতীয় নেতা, চান্দিনা মেহনতি মানুষের মহান নেতা, জননেতা আলহাজ্ব অধ্যপক মো: আলী আশরাফ এমপি মহোদয় উন্নয়নের দৃশ্য

ধেরেরা সিরাজ মেম্বার বাড়ির মোড় থেকে মোবারকের বাড়ি হয়ে- চান্দুর বাড়ির ভিতর দিয়ে সলিং রাস্তার কাজ সম্পুর্ন হয়েছে, তাই জাতীয় নেতাকে ধেরেরা গ্রামের পক্ষ  হতে মহান নেতাকে আন্তরিক  অভিনন্দন ও শুভেচ্ছা জানান,এবং ধেরেরাবাসী জাতীয় নেতা সাবেক ডেফুটি স্পিকার জনাব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দোয়া করেন আল্লাহ যেন এমপি মহোদয় কে দীর্ঘ হায়াত দান করেন,

Close