দেবিদ্বার

মানবতার ফেরিওয়ালা স্বেচ্ছাসেবকলীগ ১০১ টিমের লিটন সরকার

মানবতার ফেরিওয়ালা স্বেচ্ছাসেবকলীগ ১০১ টিমের লিটন সরকার

 

নিউজ ডেক্সঃ চান্দিনার সময়।

 

করোনার এ দুঃসময়ে যখন বাবার লাশ ফেলে সন্তানের পালিয়ে যাওয়ার খবর শোনা যায়, ঠিত তখন দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য নিজেদের বিলিয়ে দেন ‘স্বেচ্ছাসেবকলীগ ১০১ টিম’। সাবেক ছাত্রলীগ নেতা, কুমিল্লা উত্তর সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য লিটন সরকারের নেতৃত্বে এ টিম সারাদেশ ব্যপি ছুটে বেড়ান করোনায় মৃত্যদের দাফন কাজে।

 

করোনার শুরু থেকেই সারাদেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যদের দাফন কাজে অংশ নিচ্ছে তারা। করোনায় মৃত্যের লাশ ছেড়ে যখন অনেকেই পালাতে চায়। তখন খবর পেলে বরাবরের মত ছুটে যান কুমিল্লা উত্তর জেলার স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. লিটন সরকার। তার নেতৃত্বে একটি তরুণ টিম মৃতদের জানাজাসহ দাফন কাজ সম্পন্ন করেন। হিন্দ-মুসলিম ধর্ম ভেদাভেদ ভুলে যার যার ধর্মনীতি অনুসারে মৃত্যের সৎকার করে আসছে স্বেচ্ছাসেবকলীগ ১০১ টিম।

 

গত ২৭ জুলাই স্বেচ্ছাসেবকলীগ প্রতিষ্ঠা বর্ষিকী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকলীগ প্রতিষ্ঠা সভাপতি বাহা উদ্দিন নাসিম, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বর্তমান সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর হাত থেকে ‘করোনা যোদ্ধা সম্মাননা’ গ্রহন করেন ‘স্বেচ্ছাসেবকলীগ ১০১ টিম’-এর টিম লিডার লিটন সরকার।

 

শুধু করোনায় মৃত্য ব্যক্তির লাশ দাফনই নয়, এলাকার সার্বিক উন্নয়ন ও মানব সেবায় নেজেকে নিয়োজিত রেখেছেন লিটন সরকার।

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker