শিক্ষাঙ্গন

চান্দিনায় পরিবার কল্যাণ সহকারীদের চতুর্থ শ্রেণি চিহ্নিত করণে নেতৃবৃন্দের প্রতিবাদ

চান্দিনায় পরিবার কল্যাণ সহকারীদের চতুর্থ শ্রেণি চিহ্নিত করণে নেতৃবৃন্দের প্রতিবাদ

কুমিল্লার চান্দিনায় পরিবার কল্যাণ সহকারীদের চতুর্থ শ্রেণি চিহ্নিত করে পত্র জারি করায় প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি চান্দিনা উপজেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে তারা চান্দিনা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে ওই পত্রের বিপক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শণ করেন।

 

বিক্ষোভকারীরা জানান- ‘মাননীয় প্রধানমন্ত্রী শ্রেণি প্রথা উঠিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। তবুও পরিবার পরিকল্পনা অধিদপ্তর গত ৪ সেপ্টেম্বর পরিবার কল্যাণ সহকারীদের চতুর্থ শ্রেণি চিহ্নিত করে পত্র জারি করেন।’ তারা ওই পত্রের মাধ্যমে সারা দেশের ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারীদের অবমাননা করা হয়েছে জানিয়ে দ্রুত ওই পত্র সংশোধন করার দাবি জানান।

 

এসময় বক্তৃতা করেন- বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতির কেন্দ্রীয় নেত্রী ইয়াসমিন আক্তার, কুমিল্লা জেলা কমিটির নেত্রী সামছুন নাহার, পারভীন আক্তার, চান্দিনা উপজেলা কমিটির নেত্রী ঝর্ণা আক্তার, মাকসুদা আক্তার, জাহানারা আক্তার, মরিয়ম আক্তার, সাহানারা আক্তার, সৈয়দা আক্তার, মুর্শিদা আক্তার, কাকলী আক্তার। এসময় বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি চান্দিনা উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Close