নারী ও শিশু

আমি নেশাগ্রস্ত না: তনুশ্রী বিস্তারিত জানুন

#মিটু প্রশ্নে সবসময় সরব তনুশ্রী দত্ত ও রাখি সাওয়ান্ত। কয়েক দিন আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে তনুশ্রীকে সমকামী বলেছিলেন। শুধু তাই নয়, তনুশ্রী রেভ পার্টিতে ড্রাগ নিত এমন অভিযোগও করেছিলেন রাখি।শনিবার রাতে সেই অভিযোগ উড়িয়ে রাখিকে পাল্টা আক্রমণ করলেন তনুশ্রী। তনুশ্রী বলেন, তিনি কখনই সমকামী ছিলেন না। সিগারেট বা মদ খান না। রাখির নাম না করে তাকে, ‘বিকৃত চরিত্রের এক মহিলা যিনি পুরুষতন্ত্রের প্রতিনিধি’, বলে উল্লেখ করেন তনুশ্রী।নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন তনুশ্রী দত্ত। সেই অভিযোগের পর গোটা দেশে শুরু হয়েছে ‘#মিটু’ঝড়।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker