জেলার খবর

আসুন আপনাদের কিছু মনে করিয়ে দেই, ইদানিং আপনাদের দ্রুত ভুলে যাওয়া রোগে ধরেছে..

বিভ্রান্তকর প্রচারের তীব্র প্রতিবাদ জানান ছাত্রলীগের নেতাকর্মীরা

আসুন আপনাদের কিছু মনে করিয়ে দেই, ইদানিং আপনাদের দ্রুত ভুলে যাওয়া রোগে ধরেছে..

 

মাত্র ৪ মাস আগে লকডাউনে আপনি যখন দরজায় তালা দিয়ে এসি রুমে ঘুমাতেন তখন আপনার অভাবগ্রস্থ প্রতিবেশীর দরজায় ছাত্রলীগের খারাপ ছেলেরাই খাদ্যদ্রব্য পৌঁছে দিত।

 

মাত্র ৩ মাস আগেও আপনার ভাইয়ের মৃত্যুতেও যখন আপনি ফোন বন্ধ করে ঘরের চিপায় লুকিয়ে থাকতেন তখন ছাত্রলীগের খারাপ ছেলেরাই করোনার ঝুকি নিয়ে আপনার ভাইয়ের লাশ কবর দিত।

 

মাত্র ২ মাস আগেও আপনি যখন অসুস্থ হয়ে ডাক্তার না পেয়ে মৃত্যুর প্রহর গুনতেন তখন ছাত্রলীগের খারাপ ছেলেরাই আপনার জন্য বিনামূল্যে অনলাইন ডাক্তারের ব্যাবস্থা করেছিলো।

 

মাত্র ১ মাস আগেও আপনাকে সুস্থ রাখতে গিয়ে করোনার লাশ দাফন, মাস্ক বিতরন, গণপরিবহনে স্বাস্থ্যবিধি বহাল, হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগী পরিবহন, জরুরী ঔষধ সরবরাহ, ২৪ ঘন্টা ত্রান কর্মসূচি পালন করতে করতে ছাত্রলীগের কতজন খারাপ ছেলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পথ থেকে ফিরে এসেছে তা কি আপনি জানেন ? 

 

আজকে সকালেও জাতির পিতার মৃত্যুবার্ষিকী সম্পর্কে যখন আপনি অনলাইনে জুম ও মেসেঞ্জার মিটিংয়ে ব্যাস্ত তখন ছাত্রলীগের খারাপ ছেলেরাই স্কুল মাঠে সেই অনুষ্ঠান আয়োজনে ঘামছে।

 

একটু পান থেকে চুন খসলেই আপনাদের চেতনায় সাইরেন বাজে। ছাত্রলীগের সবাই রক্তমাংসের মানুষ, ভুল মানুষই করে। ভুল দেখলে দয়া করে সংশোধন করে দিন কারন আপনারাই ছাত্রলীগের অভিভাবক। কিছু দেখলেই বঙ্গবন্ধুর ছাত্রলীগকে বিতর্কিত করে জামায়াত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন থেকে বিরত থাকুন।

 

আপনার শুভবুদ্ধির সুস্থতা কামনা করছি।

 

জয় বাংলা।

জয় বঙ্গবন্ধু।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker