জেলার খবর
হোমনার এক রেমিটেন্স যোদ্ধা সুমন লেবাননে সড়ক দুর্ঘটনায় নিহত

হোমনার এক রেমিটেন্স যোদ্ধা সুমন লেবাননে সড়ক দুর্ঘটনায় নিহত
ডেস্ক রিপোর্ট,কুমিল্লার হোমনায় সুমন নামের এক রেমিটেন্স যোদ্ধা লেবাননে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। গতকাল সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন (২৫) হোমনা পৌর সভার ৩ নং ওয়ার্ডের আদর্শ পাড়ার মো.হোসেন মিয়ার পুত্র।
সুমনের পারিবারিক সূত্রে জানাগেছে,লেবাননে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় সে নিহত হয়।
মো. সমুন পাঁচ বছর ধরে লেবাননে কর্মরত। ওই দেশের লকডাউন শিথিল হলে বাড়ীতে আসার কথা ছিলো । তার মৃত্যু সংবাদ ওই দেশের বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছে। সুমনের এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।আমিন।





