লাইফস্টাইল

‘তাদের জন্যই আজ আমি জিরো থেকে হিরো’

‘তাদের জন্যই আজ আমি জিরো থেকে হিরো’

নাসরিন আক্তার নিপুণ। চলচ্চিত্র পাড়ায় তিনি নিপুন নামেই পরিচিত। ২০০৬ সালে ঢালিউডে পা রাখেন এই অভিনেত্রী। অভিনয় করেছেন অর্ধশতাধিক চলচ্চিত্রে। কাজের স্বীকৃতি হিসেবে দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যদিও বেশ কিছুদিন ধরে বড় পর্দায় নিয়মিত নন তিনি। উৎসব কেন্দ্রিক টিভি নাটকে মাঝে মধ্যে দেখা গেলেও সেটা তেমন নয়। নিজের ব্যবসাতেই এখন মনোযোগ বেশি তার। সম্প্রতি অর্থসূচকের সাথে কথা হয় এই অভিনেত্রীর। জানালেন চলচ্চিত্র থেকে বিরতি নেওয়ার কারণসহ আরও নানান বিষয়।বড় পর্দায় যাত্রা শুরু কীভাবে জানতে চাইলে নিপুন বলেন, ২০০৬ সালে আমি হুট করেই ঢাকায় আসি। আমার বাবার মাধ্যমেই অনেক ডিরেক্টর আমার পরিচিত ছিলো। বাবার সাথে সোহানুর রহমান সোহান ভাইয়ের বেশ ভালো সম্পর্ক ছিলো। সেই সূত্রেই সোহান ভাই নির্মাতা মানিক ভাইয়ের ‘পিতার আসন’ ছবির জন্য আমাকে সাজেস্ট করেন। তারপর অডিশন নেওয়ার জন্য স্রুতি স্টুডিওতে আমাকে ডাকা হয়। তখন সেখান সব আর্টিস্ট উপস্থিত ছিলো। তো আমি স্টুডিওতে যাওয়ার পরই মানিক ভাই আমাকে প্রথম দেখেই ওকে করে ফেলেন।প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন নিপুন। মান্নার সঙ্গে তার অভিনীত ‌’রিক্সাওয়ালার প্রেম’ ছবিটি ২০০৭ সালে সুপার-ডুপার হিট হয়। নিপুন বলেন, চলচ্চিত্রে অভিষেকের পর ফিরে গিয়েছিলাম আমেরিকায়। সেখানে চাকরি করা শুরু করি। পরে মান্না ভাই আমাকে অনেক বলে কয়ে নিয়ে আসেন। আমিও সব ছেড়ে চলচ্চিত্রের টানে ফিরে আসি। আসার পরই ‘রিক্সাওয়াল প্রেম’ ছবিটি করি। ছবিটি বেশ ব্যবসাসফল হয়। এ ছবির মাধ্যমেই দর্শকদের কাছে নায়িকা হিসেবে পরিচিতি মেলে আমার।নিপুন আরও বলেন, সত্যিই কথা বলতে আমার ডিরেক্টর, ক্যামেরাম্যানের লাক খুব ভালো। মোট কথা আমি টেকনিশিয়ান পেয়েছি খুব ভালো ভালো। তারাই আমাকে তৈরি করেছেন। তাদের জন্যই আজ আমি জিরো থেকে হিরো।নিপুন অভিনীত প্রথম ছবির নাম ‌’রত্নগর্ভা মা’; যা মুক্তি পায়নি আজও। আর উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে- শাহিন কবির টুটুলের ‘এইতো ভালবাসা’; রকিবুল আল রাকিবের ‘জান তুমি প্রাণ তুমি’; অহিদুজ্জামান ডায়মন্ডের ‘অন্তর্ধান’; মানিক মানবিকের পরিচালনায় ‘শোভনের স্বাধীনতা’; তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’; পি এ কাজলের ‘আমার প্রাণের স্বামী’; নার্গিস আক্তারের ‘অবুঝ বউ’; এফ আই মানিকের ‘পিতার আসন’ এবং প্রয়াত জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদের ‘সাজঘর’।উল্লেখ্য, ২০০৬ সালে হুমায়ূন আহমেদের ‌’সাজঘর’ এবং ২০০৯ সালে মুহাম্মদ হান্নানের ‌’চাঁদের মত বউ’ ছবি দুটিতে পার্শ্ব চরিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নিপুন।

সূত্র অর্থ সূচক

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker