কুমিল্লা সদর দক্ষিণতথ্য প্রযুক্তিলাইফস্টাইল

বরুড়া জালগাঁও গ্রামের মানুষের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা নিপুণ চৌধুরী

বরুড়া জালগাঁও গ্রামের মানুষের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা নিপুণ চৌধুরী

সুজন মজুমদারঃ চলচিত্র জগতের প্রিয়মুখ,  বরুড়ার কৃতি সন্তান, অভিনেত্রী নিপুণ চৌধুরী। বরুড়াতে না থেকেও বরুড়ার মানুষের কথা ভুলে যাননি। তার বহু স্বপ্ন আছে বরুড়ার তার জন্মস্থান নিজ এলাকার মানুষের জন্য। তিনি বরুড়া উপজেলা ভবনিপুর ইউনিয়ন জালগাঁও গ্রামের সাবেক সচিব, মরহুম মনসুর আলী মেয়ে।

 

নিপুণ গতকাল তার ফেসবুকে স্ট্যাটাস দেন, তার গ্রামের মানুষের জন্য। তার স্ট্যাটাসের অংশবিশেষ তোলে ধরা হলো।

 

গতকাল লাইলাতুল কদরের দিনে আমার জন্মস্থান কুমিল্লায় আমার গ্রামে ১৭০ জনের জন্য  খাবার ব্যবস্থা করেছিলাম , আলহামদুলিল্লাহ ।

 

আমার দাদা ছিলেন দানশীল মানুষ , সব সময় মানুষের সাহায্য সহযোগিতা করতেন। আমার বাবা সচিব ছিলেন। তিনিও অত্যন্ত সৎ ও দানশীল ছিলেন।

গ্রামের মানুষরা এখনো আমার বাবার কথা ভুলেননি ।

ফ্যামিলি থেকেই মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষাটি আমি পেয়েছি।

 

সতের বছর ধরে আমি আমার  নিজের গ্রামের সব মানুষের জন্য চ্যারিটি করে আসছি। প্রতিবছরই আমরা কেউ না কেউ গ্রামের বাড়িতে যাই । আর নিয়মিত তো খোঁজখবর  রাখা হয় । বিগত ২৩ বছর গ্রামে আমারা একটি মসজিদ , একটি  মাদ্রাসা  ও একটি এতিমখানা পরিচালনা করি। আমার বাবা এগুলো প্রতিষ্ঠা করেছিলেন। বাবার অবর্তমানে এখন আমি এগুলোর  দায়িত্ব নিয়েছি। মাদ্রাসার ছোট ছোট হাফেজ গুলোর কথা শুনলে আনন্দে আমার  চোখে পানি চলে আসে ।

আজকে যাকাতের লিস্ট করছি , ইনশাআল্লাহ আজ/কালকের মধ্যেই  পাঠানোর ব্যবস্থা করব।

Close