কুমিল্লা সদর দক্ষিণ
বরুড়ায় চলছে রাতের আঁধারে ঘরে সিঁধ কেটে মোবাইল চুরির ঘটনা

বরুড়ায় চলছে রাতের আঁধারে ঘরে সিঁধ কেটে মোবাইল চুরির ঘটনা
আরিফ আজগরঃ বরুড়া উপজেলায় রাতের আঁধারে ঘরে সিঁধ কেটে মোবাইল চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। উপজেলার আড্ডা, খাটলা, কান্দির পাড়, নলুয়া, পুটিয়া, পেরপেটি, হেরপেটি, মনোহরপুর, অশ্বদিয়া এসব গ্রামের কেনো না কোনো ঘরে দৈনন্দিনই চুরির ঘটনা ঘটছে।
অভিনব কায়দায় চোরেরা গভীর রাতে মানুষজন ঘুমিয়ে গেলে ঘরের পিঁড়ায় সিঁধ কেটে ঘরের ভিতরে একজন ঢুকে দরজা খুলে দেয় , পরে চোরেদের সর্দার ঘরে প্রবেশ করে মানুষেদের মোবাইল নিয়ে খুব কম সময়েই হাওয়া হয়ে যায়। এসব চোরেদের লক্ষ্য কেবলমাত্র মোবাইল ফোন।
ঘরের ভিতরের অন্যান্য আসবাবপত্র এবং দামী গহনাঘাটির দিকেও তাদের লোভ নেই। এই পর্যন্ত যতগুলো চুরির ঘটনা ঘটেছে সবগুলোতে শুধু মোবাইল ফোনই চুরি হয়েছে। এসব এলাকার বেশিরভাগ পুরুষ প্রবাসে জীবনযাপন করায় চোরেদের সুবিধা হয়েছে চুরি করার। আবার এসব চুরির ঘটনায় চোরেরা ছোট ছোট কিশোরদের ব্যবহার করছে বলে জানা গেছে।
বরুড়ার নলুয়া এলাকার মানিক ভূইয়া বলেন, গত বৃহস্পতিবার রাতে নলুয়া এলাকার মতিনের ঘরে সিঁধ কেটে মোবাইল নিয়ে যায়। পরদিন সকালে ঘটনাস্থলে দেখা যায় সিঁধ কাটা অংশে ছোট কিশোরের পায়ের চিহ্ন। ধারণা করা হচ্ছে ছোট ছোট কিশোরদের সিঁধ কাটা অংশ দিয়ে প্রবেশ করিয়ে ঘরের দরজা খুলিয়ে তারপর চুরির কার্যক্রম চালায় চোরচক্র। এদিকে এসব চোরচক্রের হাত থেকে রক্ষা পেতে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা প্রত্যাশা করেছেন সর্বস্তরের মানুষ।