
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে রেঞ্জে আবারও শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল কুমিল্লা জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের বলিষ্ঠ ও যুগোপযোগী নেতৃত্বের ফলে বারবার রেঞ্জের সেরা পুরস্কার পাচ্ছে কুমিল্লা জেলা পুলিশ।
প্রতি মাসের মত গত ফেব্রুয়ারি মাসেও চট্রগ্রাম রেঞ্জে পুলিশের ১৮টি ক্যাটাগরিতে দেয়া হয় শ্রেষ্ঠত্বের পুরস্কার। এরমধ্যে ১০টি পুরুষ্কারই অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা। আজ ১৯ মার্চ বৃহস্পতিবার চট্টগ্রাম রেঞ্জ অফিসে ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার) পিপিএম
পুরষ্কার প্রাপ্তদের মাঝে ত্রেুষ্ট তুলে দেন