জাতীয়তথ্য প্রযুক্তি
চান্দিনায় মাসিক অাইন -শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

চান্দিনায় মাসিক অাইন -শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।
চান্দিনার সময়। উপজেলা প্রশাসন অায়োজনে কুমিল্লার চান্দিনায় মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা ২৭ সেপ্টেম্বর( বৃহস্পতিবার) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুস্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকারিয়া সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বওৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো আলী আশরাফ এম পি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (বীর মু্ক্তিযোদ্বা) তপন বকসী। সভায় বওৃতা করেন চান্দিনা পৌর সভা মেয়র মো মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো মোছলেহ উদ্দিন, চান্দিনা থানা পুলিশ পরিদর্শক( তদন্ত) মো অাশাদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী আব্দুল মালেক, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো জসিম উদ্দিন, বারেড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম হারুন অর রশিদ,মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মো সেলিম প্রধান, বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান তালুকদার, বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ছিদ্দিকিুর রহমান , মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদু উল্লাহ, এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মামুনুর রশিদ (আবু)। উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ ও দৈনিক রূপসী বাংলা সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভাগীয় কমকতা, কমচারী বৃন্দ।





