
নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য দিনরাত পরিশ্রম করছেন মামুন হোসেন।
নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য বিশিষ্ট ব্যাবসায়ী,আওয়ামীলীগের প্রভাবশালী নেতা,রাজপথের লড়াকু সৈনিক,আমেরিকা প্রবাসী ও কাতারের সফল ব্যাবসায়ী,মুন ট্রাভেল এন্ড টুরিজমের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মামুন হোসেন লিরলস ভাবে ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করতেছেন,এবং জনগন কে উন্নয়নের কথা বলেছেন,মামুন হোসেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়েদুল কাদেরের এলাকার কৃতি সন্তান তিনি ইতিমধ্যে নৌকা প্রচারে প্রসার করার জন্য নৌকা প্রতীক টিশার্ট বানিয়েছেন যা এলাকায় প্রচারে সহযোগিতা করবে।
জনাব মামুন হোসেন বলেন,নৌকায় ভোট দিন উন্নয়ন ডিজিটাল বাংলাদেশ গড়ুন,নৌকা একমাত্র প্রতীক শুধুমাত্র নৌকায় বিজয় হলে উন্নয়ন সম্ভব। তিনি যুব সমাজ কে আহবান করেন আপনাদের প্রথম ভোট নৌকা হউক। তিনি বলেন,নৌকা মানে উন্নয়ন,নৌকা মানে ডিজিটাল বাংলাদেশ,নৌকা মানে মাদকমুক্ত সমাজ,নৌকা মানে উন্নত বাংলাদেশ তাই আসুন নৌকায় ভোট দেই সবাই।