জাতীয়লাইফস্টাইল
“নিশ্চুপ ভালোবাসা”সিনেমাটি যুগ যুগ ধরে দর্শকের মনে ঠাঁই করে নেবে নায়ক রাশেদ প্রহর।

“নিশ্চুপ ভালোবাসা”সিনেমাটি যুগ যুগ ধরে দর্শকের মনে ঠাঁই করে নেবে নায়ক রাশেদ প্রহর।
ঢাকা প্রতিনিধিঃ রাহমান আতহার ।
বাংলাদেশের সিনেমা জগতের নায়ক এখনকার সময়ে যুব সমাজের জনপ্রিয় খ্যাত হিসাবে যদি মুষ্ঠি কয়েক নাম আসে দর্শক ও বাংলার আনাচে কানাচে তারই মধ্যে একজন রাশেদ প্রহর।
নিশ্চুপ ভালোবাসা চবিটার কাহীনি ও অভিনয় এতটাই দর্শকের কাছে জনপ্রিয় হবে যা যুগ যুগ ধরে তা বাংলাদেশের জনগনের হুদয়ে থাকবে।
সারা জেরিন জি হুজুর, রোমিও ২০১৩, অন্যরকম ভালোবাসা ছবির মাধ্যমে আলোচনায় এসেছিলেন। কিন্তু কোন ও এক অজানা কারণে চলচ্চিত্র থেকে দূরে সরে যান তিনি।
এবার নতুন ছবি নিয়ে ফিরলেন সারা। সম্প্রতি ‘নিশ্চুপ ভালোবাসা’ নামে ছবির শুটিং শেষ করেছেন তিনি।
গ্রামীণ প্রেক্ষাপটের গল্পে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক রাশেদ প্রহর ও আফফান মিতুল।
রাশেদ খানের প্রযোজনায় কিশোর রাব্বানীর চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন রুবেল মাহমুদ।