
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কুমিল্লায় ছাত্রলীগের বৃক্ষ রোপন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৩তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচিতে আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব রাজী মোহাম্মদ ফখরুল (এমপি)।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিক এর নেতৃত্বে এই বৃক্ষ রোপণ অভিযানে আরো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক ফরহাদ আহম্মেদ ফকির ও উপজেলা ইউনিটের সকল নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ তিন দিন ব্যাপী কর্মসূচী গ্রহন করে।
তার মধ্যে- দোয়া মাহফিল, আনন্দ র্যালী ও শোভাযাত্রা, দেশব্যাপী ৭৩টি বৃক্ষরোপন অভিযান অন্যতম। সোমবার জেলার দেবিদ্বার উপজেলায় বৃক্ষ রোপন করেন ছাত্রলীগ নেতারা।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক বলেন, ‘বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানণীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। প্রানপ্রিয় প্রধানমন্ত্রীর জন্মদিন আমাদের জন্য আনন্দের। জন্মদিন উপলক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচী ও বৃক্ষ রোপন অভিযানের মাধ্যমে উদযাপন করেছি’।
সারাবিশ্বে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে সবুজ বনায়ন তৈরি করতে ও পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে বৃক্ষরোপণ বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশে বনভূমি থাকা প্রয়োজন ২৫ শতাংশ; যেখানে বর্তমানে বনভূমি রয়েছে ১৬ শতাংশ মাত্র। এই ঘাটতি পূরণে ব্যক্তিগত ও সামাজিক ঊদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই।তাই আমাদের প্রিয় নেত্রী বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্য বাংলাদেশ ছাত্রলীগের গৃহিত কর্মসুচির অংশ হিসেবে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সেই উদ্যেগ নিয়েছে।