
করোনা ভাইরাস রোধে চান্দিনায় মাস্ক, লিফলেট,জীবাণুনাশক স্প্রে, সাবান ও খাদ্যদ্রব্য বিতরণ করেছে ছাত্রলীগ নেতা মহিউদ্দীন।
সংবাদঃ
রবিবার (২৯মার্চ ) করোনা ভাইরাসের বিস্তার রোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইজখারের বিভিন্ন এলাকায় বিনামূল্যে মাস্ক, জনসচেতনতা মূলক লিফলেট, হ্যান্ডওয়াশ, সাবান বিতরণ, এবং জীবাণুনাশক স্প্রে সহ অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্যদ্রব্য পৌঁছাতে দেখা যায় চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব মহিউদ্দীন সাহেব ও তার নেতৃত্বে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীকে।
তারা বিভিন্ন সড়কের মোড়ে মানুষের মাঝে মাস্ক, সাবান ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা কালীন সর্বস্তরের মানুষকে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া “করোনাভাইরাস” এর লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করেন। এ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন। বেশী বেশী হাত ধোয়ার কথা বলে গরীব মানুষেদের হাতে সাবান তুলে দেন।
তাছাড়া এলাকার বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে করেন। ও মানুষদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলেন।
তিনি নিজ এলাকার অসহায় ও গরীবদের বাসায় বাসায় খাদ্যদ্রব্য পৌঁছে দেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহিউদ্দীন বলেন “করোনা ভাইরাস” সম্পর্কে আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন। প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবেন না। মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের কৃত অপরাধের মার্জনা কামনা করে প্রার্থণা অব্যাহত রাখুন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা যথাযথ ভাবে মেনে চলুন। ঘরে থাকুন নিরাপদে থাকুন।
এসময় উপস্থিত ছিলেন—শাহ পরান, মোশাররফ হোসেন, মা’ছুম বিল্লাহ বাশারী, রাহাতুজ্জামান রনি, আবু ছালেহ, আবু জাফর, জামাল উদ্দিন, বরকত উল্লাহ, আরিফ বিল্লাহ, নেছারুদ্দিন ও চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক সাইফুল্লাহ মানছুর প্রমুখ।