চান্দিনা
হাজী মিজানুর রহমান সকলের দোয়া ও সমর্থন চান।

হাজী মিজানুর রহমান সকলের দোয়া ও সমর্থন চান।
স্থানীয় প্রতিনিধি:কুমিল্লা চান্দিনার ৯ নং মাইজখার ইউনিয়নে কৃতি সন্তান, বিশিষ্ট ব্যাবসায়ী,গরীবের বন্ধু,সৎ নিষ্টাবান,বিশিষ্ট সমাজ সেবক,যুব সমাজের জনপ্রিয় ব্যাক্তিত্ব,আসছে ৯ নং মাইজখার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাজী মিজানুর রহমান ৯ নং মাইজখার ইউনিয়নের সর্বস্থরের জনগনের দোয়া ও সমর্থন চান।
জনাব হাজী মিজানুর রহমান প্রতিনিয়ত হত দরিদ্র ও গরীব মানুষের চিকিৎসার খরচ ও সামাজিক কাজে সর্বদা নিজেকে নিয়োজত রাখেন,তিনি তার বাকিটা জীবন তার ইউনিয়নে দুঃখে সুখে থাকতে চান,তিনি মাইজখার ইউনিয়নের সকলের দোয়া ও সহযোগীতা সমর্থন চান।





