চান্দিনা

চান্দিনায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপকরণ মেলা

চান্দিনায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপকরণ মেলা

 

 

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দৃষ্টি নন্দন উপকরণ মেলা হয়।

 

রবিবার (১৭ মার্চ) সকাল ১১টায় চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীদের অংশ গ্রহণে র‌্যালীটি বের হয়ে চান্দিনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপকরণ মেলা উদ্বোধন করেন- প্রধান অতিথি সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

 

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন- উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল-মামুন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. এমরান হোসেন ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কমল বক্সী। মেলায় উপজেলার কংগাই, মহিচাইল, মাধাইয়া, আলিকামোড়া, দোল্লাই নবাবপুর ও সদর ক্লাস্টার মিলিয়ে মোট ছয়টি স্টল অংশ নেয়। স্টলগুলোর শোভা বর্ধন করে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কক্ষে পাঠদান সহায়ক বিভিন্ন উপকরণের প্রদর্শনী। উদ্বোধন শেষে স্টল ঘুরে দেখেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

 

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker