রাজনীতি

চান্দিনায় জাতীয় পার্টির গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ

চান্দিনায় জাতীয় পার্টির গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ

কাউসার আহমেদ
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় ব্যাপক গণসংযোগ, হ্যান্ডবিল বিতরণ ও প্রতীক নিয়ে মিছিল করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি মো. লুৎফুর রেজা খোকন।

প্রতিদিনের মত বুধবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে চান্দিনা পৌর এলাকার মোকামবাড়ী থেকে চান্দিনা পশ্চিম বাজার, মধ্য বাজার, চান্দিনা পূর্ব বাজার সহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে নির্বাচনী গণসংযোগ চালান। এসময় তিনি হুসেইন মোহাম্মদ এরশাদ কে আবারও ক্ষমতায় আনতে লাঙল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। গণসংযোগে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষক পার্টির সভাপতি আবদুল মালেক, পৌর জাতীয় পার্টির সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. মজনু মিয়া, উপজেলা যুব সংহতির সভাপতি মো. আক্তার হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক ইমরান মুন্সী, জেলা জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক মো. সাদেক পাঠান, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-দপ্তর সম্পাদক গাজী মো. আক্তার হোসেন, জেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, পৌর ছাত্রসমাজ আহ্বায়ক মো. সাইদুর রহমান ছাদেক, সদস্য সচিব মিনহাজ খান প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker