অপরাধ
ভদ্রবেশী অজ্ঞাত চোর চুরি করলেন পালাখাল বাজার ব্যবসায়ী হুমায়ুন কবিরের মোটরসাইকেল

ভদ্রবেশী অজ্ঞাত চোর চুরি করলেন পালাখাল বাজার ব্যবসায়ী হুমায়ুন কবিরের মোটরসাইকেল
মো: মাসুদ রানা : কচুয়া উপজেলার পালাখাল বাজারে ভদ্রবেশী এক অজ্ঞাত চোর পপুলার ফার্মেসীর পরিচালক ডা: মো: হুমায়ুন কবিরের ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যান। ডা: হুমায়ুন কবির জানান, ৩জুন বুধবার প্রতিদিনের ন্যায় নিজ গ্রাম চাংপুর থেকে তার দোকান সংলগ্ন পশ্চিম পাশে মোটরসাইকেলটি রাখেন। বুধবার দুপুরের পর ভদ্রবেশী অজ্ঞাত চোর কৌশলে মোটরসাইকেলটি চালিয়ে নিয়ে যায়। যাহা ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরা দেখা যায়। তবে লোকটির চেহারা ভালো দেখা না যাওয়ায় সনাক্ত করা যায়নি। ওই চোরের সন্ধান পেলে পপুলার ফার্মেসীর পরিচালক ডা: মো: হুমায়ুন কবিরের ০১৬৮২৬৬৩৬৭০ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।





