চান্দিনা

চান্দিনায় জাতীয় যুব দিবস-২০১৮ বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরন,

চান্দিনায় জাতীয় যুব দিবস-২০১৮ বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরন,

“জেগেছে যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও  উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তেরের আয়োজনে  চান্দিনায় জাতীয় যুব দিবস -২০১৮ বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান ১ নভেম্বর (বৃহস্পতিবার) ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকারিয়ার সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো আলী আশরাফ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। সবায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো শাহ আলম। উপজেলা  সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহানঅারা বেগম এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল  হোসেন, দৈনিক ভোরের কাগজ, দৈনিক রূপসী বাংলার সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার এস, এম রেজাউল বারী, মোহাম্মদ গিয়াস উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ আব্দুল মমিন সরকার, কম্পিউটার অপারেটর মোঃ ইব্রাহীম খলিল সরকার প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো আলী আশরাফ এমপি  চান্দিনা উপজেলার প্রশিক্ষিত বেকার যুবকদের আত্মকর্ম সৃজনের লক্ষ্যে ২৫ জন যুবকদরে মাঝে ১৪ লক্ষ টাকা ও সনদপত্র বিতরণ করেন।

 

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker