জাতীয়শিক্ষাঙ্গন

চান্দিনার জোয়াগ ইউনিয়নের ধেঁরেরা উচ্চ বিদ্যালয়ে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন,

চান্দিনার জোয়াগ ইউনিয়নের ধেঁরেরা উচ্চ বিদ্যালয়ে  মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন,

 

রিপন অাহমেদ ভূইয়া।

৫ নভেম্বর সোমবার সকাল ১১টায় কুমিল্লার চান্দিনা  উপজেলার ধেরেরা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ চান্দিনা উপজেলা শাখার অায়োজনে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীরা মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ সম্পর্কিত নানান সামাজিক সমস্যা নিয়ে প্রধান অতিথির  কাছে প্রশ্ন করেন এবং তিনি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে প্রশ্নের উওর দেন।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার অাব্দুল অাউয়াল খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারএসএম জাকারিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ  (ও.সি) ভারপ্রাপ্ত মোঃ

অাসাদুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবনচন্দ্রদে,

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেল, সংগঠনের উপদেষ্টা মোঃ মহসিন মিয়া, অানোয়ার মজুমদার বাঁধন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অাশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূইয়া, চান্দিনা শাখার সভাপতি সৌরভ অাহমেদ মাসুদ, প্রচার সম্পাদক অাব্দুল্লাহ অাল মামুন, নারী সম্পাদীকা অায়শা জাহান লিজা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনির হোসাইন, সিনিয়র সদস্য ফয়সাল অাহমেদ ও নাঈমুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের বরুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এস এম জাকারিয়া বিদ্যালয়ের ৫০০ শত শিক্ষার্থীকে মাদক ও বাল্য বিবাহ বিরোধী শপথ পাঠ করান। শিক্ষার্থীরা মাদক, ইভটিজিং, বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন ও দেশপ্রেম, মানবতা, সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করেন।

Close