কুমিল্লা সদরজেলার খবর

কুমিল্লা উঃ জেলার(আসক) যুগ্ম সাধারণ সম্পাদক হলেন_মোঃ শামীম মোল্লা।

কুমিল্লা উঃ জেলার(আসক) যুগ্ম সাধারণ সম্পাদক হলেন_মোঃ শামীম মোল্লা।

 

মো. শামীম মোল্লা কে HUMAN RIGHTS এর আইন সহায়তা কেন্দ্র (আসক) কুমিল্লা উত্তর জেলার শাখার “যুগ্ন সাধারণ সম্পাদক ” ঘোষনা করায় কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্য ও কুমিল্লা উত্তর জেলা শাখার (আসক) সম্মানিত সভাপতি আব্দুর রহমান মানিক সরকার ও সাধারণ সম্পাদক কে চান্দিনার সময় পরিবারের পক্ষ থেকে রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন।

 

জনপ্রিয় অনলাইন পত্রিকার পরিবার আশা প্রকাশ করে মোঃ শামীম মোল্লা তার দ্বায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবে,চান্দিনার সময় পরিবার তার সাফল্য কামনা করে।

 

Close