আন্তর্জাতিকজাতীয়

আমি স্বপ্নে দেখি গাছ লাগাব,পৃথিবী বাসাবো, গাছ লাগাব পৃথিবী সাজাবো।গ্রীন মোমেন্ট বাংলাদেশ আন্দোলন

আমি স্বপ্নে দেখি গাছ লাগাব,পৃথিবী বাসাবো, গাছ লাগাব পৃথিবী সাজাবো।গ্রীন মোমেন্ট বাংলাদেশ আন্দোলন

 

স্থানীয় প্রতিনিধিঃ কাউসার আহমেদ।

 

প্রিয় পাঠক আসসালামুয়ালাইকুম বাংলাদেশের দ্রুত বনায়নে বৃদল মমেন্ট প্রতিষ্ঠাতা চান্দিনার একজন দেশের নাগরিক তিনি অনর্গল নেটে ডিজিটাল ক্যাম্পিং করে আসছেন এবং পত্র-পত্রিকা লিখে আসছেন আমাদের দ্রুত বনায়নের ছোট একটা দেশ আমরা অনেকগুলি মানুষ এখানে এক সময় আমরা যখন ছোট ছিলাম তখন এদেশের 700 কোটি মানুষ ছিল কিন্তু আমাদের গাছ পালা ছিল এখন বাংলাদেশের প্রয়োজনের তুলনায় আমাদের মাত্র 12 13 শতাংশ গাছপালা আছে আমরা যা দেখি আমি জানিনা সন্তান হিসেবে চান্দিনা বাঁশিতে বাঁশিতে কুমিল্লা বাসিকে এবং চাঁদপুর বাসীকে আহ্বান জানাবো আমাদের এই 24 থানায় আমরা আগামী তিন বছরে কি করে 10 লক্ষ ফলের চারা লাগাতে পারব সেটা ক্লিয়ার করার জন্য আমি মাননীয় সম্পাদক ওমর ফারুক ভাইকে সবিনয় অনুরোধ করবো যে আমাদের ডিজিটাল জেকের পৃথিবীতে প্রায় আড়াই লক্ষ প্রজাতির বৃক্ষ আছে আমরা আড়াই লক্ষ প্রজাতির বৃক্ষের আন্তর্জাতিক পরিমন্ডলে বন্ধুদের কে সাথে নিয়ে আমরা পর্যায়ক্রমে ইংলিশ এবং বাংলা তুলে ধরার চেষ্টা করছি আমি আমাদের এই তিন জেলার সর্বস্তরের সকল স্তরের মানুষকে বিশেষ করে আমাদের মিডিয়াই যারা আছেন তারা সকলেই গ্রীন মোমেন্ট বাংলাদেশ আন্দোলন করে কোন চাওয়া পাওয়ার জন্য নয় কোনো আই বা ব্যবসা মনে করে নয় আমরা বলেছি একমাত্র 16 কোটি মানুষের ত্রিশ কোটি হাত দিয়ে 66 কোটি গানে লাগাবো আর এই সকলকে আমরা মেসেজ করব যে চারটা লাগাও একটা খাব একটা খাব একটা খাব আমি মাননীয় সম্পাদক ওমর ফারুক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি সম্মানিত পাঠক-পাঠিকাদের কে আমরা জানাবো সামনে বর্ষার দিন আসছে গাছ লাগাইয়া দিন আসতে সময় আসতেছে আমি আমার বাসায় বলেছি যে টোটাল বি পজেটিভ যদি মানুষের জনসম্মুখে তুলে ধরা হয় তাহলে আমরা অবশ্যই দ্রুত বনায়নের রাস্তা যেকোনো সময় পদার্পণ করতে পারব এবং আমাদের ডিজিটাল ক্যাম্পিং সকলেই আমাদের দিকে নজর দিবেন আন্তর্জাতিক পরিমন্ডলে থেকে অনেক বন্ধুরা এই প্রোগ্রামটি অত্যন্ত স্বাগতম জানিয়েছেন এবং এটার জন্য আমি ব্যক্তিগত ভাবে আনন্দিত চান্দিনার এবং কুমিল্লার হিসেবে আগামী দিনে এই সূত্র ধরে বাংলাদেশের প্রতি শতাংশ ভূমি বনায়ন হবে আমি স্বপ্নে দেখি গাছ লাগাব পৃথিবী বাসাবো গাছ লাগাব পৃথিবী সাজাবো ,লাল সবুজের দেশ ত্যাগ করে রাখতে পারেন আমি বলি গাছ আমাদের জন্য আমরা গাছের জন্য গাছপালার জন্য কাজ করলে দেশের পরিবেশের জন্য কাজ করা হয় পৃথিবীর পরিবেশের জন্য কাজ করা হয় পৃথিবীর যেকোন প্রান্তে আমার যে কোন বন্ধুরা যেখানে আছেন না কেন থাকেন না কেন সকলকে আমরা উদার যার যার অবস্থান থেকে তুমি নিজেরটা বৃক্ষ রোপন করার জন্য এসএমএস করো অথবা বল আমি দেশের সমাজের একটা ভাল কাজ করেছি তুমি এই কাজটিতে অংশগ্রহণ কর গাছপালার সাথে মানুষের সম্পর্ক বাবা আদম মা হওয়া থেকে আছে আগামী দিনেও থাকবে

তবে আগামী দিনের পৃথিবী সংকট সেজন্য আমাদেরকে ভিডিও সকলকে বুঝাতে হবে ভালো কাজ মানুষ একটু কম করতে চায় কেন নাবালক আছে কষ্ট বেশি করতে কষ্ট বেশি এবং অনেক সময় ফাইন্যান্সের এসে পড়ে আমরা সব কিছু মাথায় রেখে কি করে আমরা চাঁদ পুর ভরা আমাদের এই 24 থানা এবং কুমিল্লার থানা 24 24 লক্ষ বৃক্ষ রোপন করতে পারবো সেই দিকটা ক্লিয়ার করার জন্য আমি মাননীয় চান্দিনা সময়ের সম্পাদক এর কাছে আবেদন জানাবো ওমর ফারুক ভাই অত্যন্ত ভালো মানুষ আপনি এবং অত্যন্ত সচেতন ব্যক্তি আপনার সাথে কথা বলে আমি তা বুঝতে পারছি যার জন্য আমি আজকের এই লেখা হিসেবে দিলাম আগামী দিনে আপনাদের কাছে হার্ড কপি দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকেন চান্দিনা সময় পরিবারের সকলের আমি দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি গ্রীন ওয়ালমেট এর পক্ষ থেকে আমি ইংলিশে বলল এটা একটা আন্দোলন আমরা করছি আপনারা করেন

 

 

 

Close