চান্দিনা

আজ চান্দিনা পৌরসভার ৭নং ওয়ার্ডে বিধবা ভাতা প্রদান করেন আব্দুস ছালাম কাউন্সিলর।

নিউজ ডেক্সঃচান্দিনার সময়

আজ কুমিল্লা চান্দিনা পৌরসভার ৭নং ওয়ার্ডের বর্তমান সফল কাউন্সিলর, সৎ নিষ্ঠাবান,চান্দিনা আওয়ামীলীগের রাজপথের লড়াকু সৈনিক,গনমানুষের নেতা চান্দিনার অহংকার জনাব আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয়ের বিশ্বস্থ ভ্যানগার্ড,যুব সমাজের জনপ্রিয় ব্যাক্তিত্ব, জনাব আব্দুস ছালাম কাউন্সিলর এর উপস্থিতিতে বিধবা ভাতা বিতরণ করা হয়। 

উক্ত বিধবা ভাতা সহ অনান্য ভাতা স্বচ্ছ ভাবে প্রধান করায় তার প্রতি জনগনের আস্থা অনেকটা আগের চেয়ে বেশী শক্তিধর হয়েছে এমনটি জনগণের সাথে কথা বলে তাহার সত্যতা পাওয়া যায়। 

 

 

 

 

 

 

    

Close