রাজনীতি

তওবা করছি, বিএনপির সঙ্গে কখনও জোট নয়: বি. চৌধুরী

ডেস্ক: জীবদ্দশায় আর কোনোদিন বিএনপির সঙ্গে জোট করার চেষ্টা করবেন না। জোট তো দুরের কথা, বিএনপির সঙ্গে বসার আগেও দশবার চিন্তা করবেন। বললেন, ‘তওবা করেছি, আর না’। আজ সকালে ক্ষোভের সঙ্গেই বাংলা ইনসাইডারকে একথা বললেন বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী।

 

তাঁকে প্রশ্ন করেছিলাম নতুন জোটে যাবেন নাকি? উত্তরে তিনি বললেন ‘ন্যাড়া বেল তলায় একবারই যায়। আমরা তো দুটি শর্ত দিয়েছি। আপনার কি মনে হয় তাঁরা মানবে? অসম্ভব।’ প্রবীণ এই চিকিৎসক বলেন ‘বিএনপি একটা কাজ ভালো পারে মানুষকে অপমান করতে, অসম্মান করতে।’ কিন্তু আপনি তো অপমানিত হলেন ড. কামাল হোসেনের কাছ থেকে। জবাবে আবেগপ্রবণ অধ্যাপক বি. চৌধুরী বলেন, ‘উনি সকালে কি বলেন আর বিকেলে কি বলেন, নিজেই জানেন না। উনি তো নিজের বুদ্ধিতে কিছু করেন না।’

 

অধ্যাপক চৌধুরী বলেন, ‘ড. কামাল যা করেছেন, দেশবাসী দেখেছে। নিশ্চয়ই দেশবাসীই এর মূল্যায়ন করবে।’ এখন কি করবেন? জানতে চাইলে বলেন, ‘ভালো এবং সুস্থ চিন্তা করলে কাজের কি অভাব আছে?’

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker