চান্দিনাজাতীয়

আজ চান্দিনার অফিসার ইনচার্জ আবুল ফয়সল বিভিন্ন ব্যাংক পরিদর্শন করেন।

আজ চান্দিনার অফিসার ইনচার্জ আবুল ফয়সল বিভিন্ন ব্যাংক পরিদর্শন করেন। 

 

স্থানীয় প্রতিনিধি ঃ

চান্দিনা থানা এলাকার বিভিন্ন ব্যাংকের  নিরাপত্তা ব্যবস্হা পর্যবেক্ষণ করেন চান্দিনা থানার এ যাবৎ কালের সফল অফিসার জনাব আবুল ফয়সল

,এ সময় তিনি প্রত্যেক বাংকের নিরাপত্তা বিষয়ে খোঁজ খবর নেন,এবং তিনি আহবান করেন যদি কোন রকমের নিরাপত্তার আশংকা প্রকাশ হয় এবং কাউকে সন্দেহ হয় দ্রুত ভাবে থানায় অবহতি করার জন্য,

জনাব আবুল ফয়সল এসময় প্রত্যেক বাংকের কর্মরত ম্যানেজার এর সঙ্গে কৌশল বিনিময় করেন এবং কোন নিরাপত্তাজনিত কোন ইসুৎ আছে কিনা জানতে চান এবং বাংকের নিরাপত্তা কর্মরত গাং ম্যানদের অস্র ঠিক আছে কিনা তা পরিক্ষা করে দেখেন। 

    

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker