চান্দিনা

চান্দিনার হারং আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

চান্দিনার হারং আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

 

।।মো: আব্দুল বাতেন।।

 

কুমিল্লার চান্দিনার হারং আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে মাদ্রাসা মাঠে ওই অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

 

প্রধান অতিথি বলেন- ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষা অর্জনে মাদ্রাসার ভূমিকা অপরিসীম। অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের নেশাগ্রস্থ হওয়ার সংখ্যাও অনেক কম। ছাত্র-ছাত্রীদের সু-শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি প্রতিটি অভিভাবককে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

 

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-সচিব মো. সাইফুল ইসলাম ভূইয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জহিরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. মো. জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক লিটন সরকার, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন।

 

মাদ্রাসা পরিচালনা পর্ষদ সভাপতি মো. মফিজুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন মাদ্রাসা অধ্যক্ষ মাও. মো. আলাউদ্দিন, চান্দিনা উপজেলা যুব মহিলালীগ সভাপতি রুবি আক্তার, মাদ্রাসা পরিচালনা পর্ষদ সদস্য জসিম উদ্দিন ভূইয়া, ছাত্র আব্দুল আলিম প্রমুখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker