চান্দিনাজাতীয়জেলার খবর

চট্রগ্রাম রেঞ্জে সেরা কুমিল্লা; ৩ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার পাবে চান্দিনা থানা পুলিশ, অভিনন্দন জানান ওমর ফারুক।

চট্রগ্রাম রেঞ্জে সেরা কুমিল্লা; ৩ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার পাবে চান্দিনা থানা পুলিশ

চট্রগ্রাম রেঞ্জে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে বিভিন্ন অভিযানে সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও কর্মচারীর ২৪ ক্যাটাগরির ১০ টি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ। এরমধ্যে ৩ ক্যাটাগরিতে  শ্রেষ্ঠত্বের পুরস্কার পাবে চান্দিনা থানা পুলিশ। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নেতৃত্বের ফলে বারবার রেঞ্জের সেরা পুরস্কার পাচ্ছেন কুমিল্লা জেলা পুলিশ। গত ফেব্রুয়ারি মাসেও চট্রগ্রাম রেঞ্জে পুলিশের ১৮টি ক্যাটাগরিতে দেয়া হয় শ্রেষ্ঠত্বের পুরস্কার। এর মধ্যে ১০টি পুরুষ্কারই অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা।  আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) চট্টগ্রাম রেঞ্জ অফিসে ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বি‌পিএম (বার) পি‌পিএম শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার  (ক্রেষ্ট) তু‌লে দি‌বেন। এর মধ্য রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তানভীর সালেহ ইমন,পিপিএম। এছাড়াও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত মো.আবুল ফয়সল, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশীং অফিসার নির্বাচিত এসআই ডালিম কুমার মজুমদার, শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত মো.ইসমাইল হোসেন। এদের তিনজনই চান্দিনা থানায় কর্মরত রয়েছেন।

Close