জাতীয়

সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ, কঠোর অবস্হানে সন্দ্বীপ মৎস অফিসার ও কোষ্টগার্ডের অভিযান

সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ, কঠোর অবস্হানে সন্দ্বীপ মৎস অফিসার ও কোষ্টগার্ডের অভিযান আকবরহাট

 

পুষ্পেন্দু মজুমদার,সাগর  (২০ মে) থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য সামুদ্রিক মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর।

এরই ধারাবাহিকতায় ফিসারি অফিসার মোঃ এমদাদুল হক নেত্বেত্বে, কোষ্ট গার্ড চিপ পেটি অফিসার সাইফুল সহ একদল চৌকস সিপাহি সহ আকবরহাট বাজারে অভিযান।

 

উক্ত অভিযানে নদির মাছ জব্দ করা হয়।জব্দ কৃত মাছ গুলো পরবর্তিতে সাধারন জনগনের মাঝে বিলি করে দেওয়া হয়।মৎস অফিসার মোঃ এমদাদুল হক  বলেন, কঠোর নজরদারি আরোপ করা হবে, যেন কোন বাজারে  নিয়ে সাগরে মাছ বিক্রি  করতে  না পারে। যেই  সকল এলাকা  ফিশিং বোট ও ট্রলারের তথ্য রয়েছে এবং এই ট্রলার গুলো কোথায় অবস্থান করছে সেদিকেও দৃষ্টি দিবে মৎস অফিসার ও কোষ্টগার্ড।

যদি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ সাগরে মাছ ধরতে যায় তাহলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৫ ধারায় আইন গত ব্যবস্থা নিবে কোষ্টগার্ড ।

এছাড়াও ক্রয়-বিক্রয় বা বরফের মাধ্যমে মজুদের বিষয়ে স্থানীয়ভাবে জড়িত সকল অপরাধী ও বরফ কলের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

Close