অপরাধজাতীয়

৫০টন আম জব্দ করা হয়। একইসাথে জরিমানা করা হয় ৩০ লাখ টাকা।

রাজধানীর বাদামতলীর ফলের আড়তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ করেছে র‍্যাব।

 

ক্ষতিকর কার্বাইড দিয়ে এসব আম পাকানো হয়েছে, এমন অভিযোগে বেশ কয়েকটি আড়তের প্রায় ৫০টন আম জব্দ করা হয়। একইসাথে জরিমানা করা হয় ৩০ লাখ টাকা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজন ব্যবসায়ীকে।

 

র‍্যাব-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, অপরিপক্ক এসব আম দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে কার্বাইড দিয়ে পাকানো হচ্ছে। যা স্বাস্থ্যের অত্যন্ত ক্ষতিকর।

 

এছাড়াও অভিযান চালানো হয় খেজুরের গোডাউনে। মেয়াদ উত্তীর্ণ খেজুর নতুন মোড়কে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিলো।

Close