আন্তর্জাতিকজাতীয়তথ্য প্রযুক্তিফিচার
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে – টেকনোফেয়ার আইটি লিঃ

সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রকল্পে টেকনোফেয়ার আইটি লি: “CATV Analog সিস্টেম-কে ডিজিটাল রুপান্তরে” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। ইতিমধ্যে এই সেক্টরে তাদের অনেক দিনের পথচলা, অগ্রগতি ও সফলতা অনেকখানি। তথাপি পর্যাপ্ত প্রচার-প্রচারনা না থাকায় অনেকেই এ বিষয়ে জানতে পারেন নি।
“টেকনোফেয়ার” বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা গতানুগতিক চায়না ভিত্তিক ইকোনমিক হেডেন্ড-এর পাশাপাশি ইউরোপ-আমেরিকা সহ বিশ্বখ্যাত ব্রান্ড: হারমোনিক, টেলিস্টি লুমিনাথো, লুমেনটেক, এষ্ট্রো, এপিয়ারটিভি, ক্যাবলওয়্যল্ড, উইসি, এরিকসন, এটিএক্স, ব্রাভো ইত্যাদী প্রফেশনাল হেডেন্ড নিয়ে কাজ করে থাকে।
সম্প্রতি বাংলাদেশের সবথেকে বেশি চ্যানেলের (৩৫০ চ্যানেল, পে-চ্যানেল ১০৪-টি) হারমোনিক লেটেষ্ট মডেল এনএসজি ৯০০০-৪০ জি ও লুমেনটেক বেজ্ড যুগান্তকারী এই হেডেন্ড এর কাজ সম্পন্ন করে। এই হেডেন্ড-এ যুগোপযোগী প্রযুক্তি ও মেশিনারি সন্নিবেশিত হয়েছে। প্রফেশনাল হেডেন্ড এর মানদন্ডে সংযোজিত হয়েছে এডিশনাল ব্যাকআপ কুয়াম, সেপারেট মাক্স ও স্ক্রামবেলার, মাল্টিভিউ মনিটরিং ও টিএস এনালাইজার। ব্যাকবোন, এনএমএস , 4K ওডিও-ভিডিও কানেকটিভিটি ও অন্যান্য যন্ত্রাদী ব্যাবহার করা হয়েছে সুইজারল্যান্ড ও তাইওয়ান ভিত্তিক কম্পানির।
এবার প্রথমবারের মত টেকনোফেয়ার আইটি লিঃ কলকাতা শহরের সায়েন্স সিটি প্রাঙ্গণে অনুষ্ঠিত আন্তর্জাতিক কেবল টিভি শো ২০২০ মেলায় অংশগ্রহণ করেন। কেবল শিল্পের আধুনিক প্রযুক্তি সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দিতে ৬,৭,৮ই জানুয়ারী কলকাতায় শুরু হয়েছিল তিন দিনব্যাপী আন্তর্জাতিক ক্যাবল টিভি শো-২০২০। এ মেলায় অন্যান্য বারের মতো অংশ নেন বাংলাদেশের প্রায় এক হাজার ক্যাবল অপারেটর।সার্কভুক্ত দেশের পাশাপাশি চীন, জাপানের ক্যাবল টিভি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও অংশ নেয়। এ আয়োজন কেবল শিল্প বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস আগতদের।