চান্দিনা

বিএনপির প্রভাবশালী ইউপি সদস্য মনু মেম্বার নব্য আওয়ামিলীগ হয়ে এলাকায় বেপরোয়া

বিএনপির প্রভাবশালী ইউপি সদস্য মনু মেম্বার নব্য আওয়ামিলীগ হয়ে এলাকায় বেপরোয়া

স্থানীয় প্রতিনিধি, চান্দিনাধীন ১৩ নং জোয়াগ ইউনিয়নের ০৯ নং ওর্য়াড মেম্বার মফিজুল ইসলাম মনু,যার অপরাধ কমকান্ডের নাই কোন সীমানা। যে ছিল এক সময়ে জামাত ও বিএনপির চিহ্নিত ক্যাডার,সে কি না এখন আওয়ামীলীগের বড় নেতা।যার কথায় নাকি চান্দিনার আওয়ামীলীগের প্রভাবশালী নেতারা শুনে এবং তিনি যা বলেন তাই করেন বলে এলাকায় প্রচার করে আসছেন।

আমাদের স্থানীয় প্রতিনিধি  সরেজমিনে স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা যায় এই মনু মেম্বার জামাত ও বিএনপির আশীর্বাদে মেম্বার নির্বাচিত হয় নির্বাচিত হওয়ার পর দ্রুত এলাকায় তার আধিপত্য বেড়ে যায় অভিযোগ আছে কোন সাধারন মানুষ তার কাছে বিচার এর জন্য গেলে উৎস ছাড়া সালিশ হবে না এবং বিভিন্নভাবে সাধারন মানুষকে হয়রানি করার অভিযোগ ও আছে।

এই মনু মেম্বারের বিরুদ্ধে ৩ টি মামলা চলমান মামলা নং ১-  যার বিরুদ্ধে মাধাইয়া বিস্ফোরক, মামলার নং ২-বারেরা ফারুক হত্যা চেষ্টা মামলা,মামলা নং ৩ –  ২০১৪ সালে ধেররা চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি মহোদয়ের সুযোগ্য পুত্র হত্যার চেষ্টা মামলা আছে এবং সর্বশেষ জাতীয় নির্বাচনে রাষ্ট্র ও সন্তাস বিরোধী (বিস্ফোরক মামলায় জেল খাটেন। কিন্তু তারপরও তার অপরাধের কমতি নেই গত দুই মাসে ওরাইন গ্রামে নেক্কারজনক অনেক কর্মকান্ড করেছে এতে করে এলাকার সাধারন মানুষের জীবন অতিষ্ট করে তুলেছেন। দুই মাস আগে পাশ্ববর্তী বারেরা গ্রামের ফারুককে হত্যার চেষ্টা করে তার মোটর সাইকেল চিনিয়ে নেয়। যার কারনে এলাকার সাধারনের মানুষের অনেক ক্ষতি হয়। তারপর ও সে নিজেকে আওয়ামী লীগ নেতা দাবী করে,হয়ে যান আরো বেপরোয়া। এই ঘটনার রেশ না কাটতেই তুচ্ছ ঘঠনায় তার প্রতিবেশী ওরাইন গ্রামের স্বনামধন্য ব্যক্তি জালাল সাহেব এর ছোট ভাই জামালকে হত্যা করার চেষ্টা করেন এবং অভিযোগ আছে সে নিজের বাড়ীতে নিজে আগুন লাগিয়ে প্রতিপক্ষ কে ফাঁসানোর চেষ্টা করেন,এ কাজে অবশ্য মনু মেম্বার আগে থেকেই পটু কারণ মামলার ধরন দেখে তা স্পষ্ট ।বর্তমানে জামাল ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সাথে লড়ছে।অভিযোগ উঠেছে  তার এসব অপরাধের কর্মকান্ডে স্থানীয় কিছু অসাধু আওয়ামীলীগ নেতা তাকে সমর্থন করেন তাই চান্দিনার সময় প্রতিনিধি তা গোপনীয়তা ভাবে তদন্ত করছে অতি দ্রুত তা জনগণের সামনে উন্মোচন হবে  এলাকার ত্যাগী আওয়ামী লীগের  নেতাদের সাথে কথা বলে জানা যায়,তার সন্তাসী কর্মকান্ডের কারনে তারা লজ্জিত বোধ করছে তাতে করে চান্দিনার গণমানুষের নেতা সাবেক ডেফুটি স্পিকার আলহাজ্ব জনাব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় ও সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

জামাল হোসেন কে হত্যা চেষ্টায় সুষ্ট তদন্তের মাধ্যেমে দোষীদের আইনের আওতায় না আনলে যেকোন সময় এলাকার পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশংকা করছে স্থানীয় জনগণ । এজন্য সাধারন মানুষের জোর দাবী অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য এমপি মহোদয়ের সু দৃষ্টি কামনা করেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker