আন্তর্জাতিক

মানচিত্র পাল্টে এবার দলবল নিয়ে সীমান্তে নেপালের সেনাপ্রধান, কঠিন চা’পে ভারত

মানচিত্র পাল্টে এবার দলবল নিয়ে সীমান্তে নেপালের সেনাপ্রধান, কঠিন চা’পে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:-মানচিত্র পাল্টে এবার দলবল নিয়ে সীমান্তে নেপালের সেনাপ্রধান একদিকে পাকিস্তান-চীন, অন্যদিকে নেপাল। ভারত যেন ত্রিমুখী চা’পে পড়েছে। এরই মধ্যে নেপালের পার্লামেন্ট পাস হয়ে গেছে স’রকারি মানচিত্র, যার মধ্যে রয়েছে ভারতের তিনটি জায়গা। এই অবস্থায় সী’মান্তের কাছে নেপাল সে’না বাড়াচ্ছে। মানচিত্র বিতর্কের মধ্যে সী’মান্তে দলবল নিয়ে পরিদর্শনে যান নেপালের সে’নাপ্রধান পূর্ণ চন্দ্র থাপা। সেখানে কালাপানি এলাকার কাছে দারচুলা বর্ডার পোস্ট পরিদর্শন করেন এবং নতুন পুলিশ হেডকোয়ার্টারের উদ্বোধন করেন। খবর স্পুৎনিকের।

কালাপানি, লিপুলেখ ও লিপিয়াধুরা নামে তিনটি জায়গা যা ভারতের অংশ, তা নিজেদের মানচিত্রে রেখেছে নেপাল। ভারতের সঙ্গে সীমান্ত স’মস্যা তৈরি হওয়ার পর এই প্রথম ওই এলাকা পরিদর্শনে গেলেন নেপালের সে’নাপ্রধান। তার সঙ্গে ছিলেন নেপালের আর্মড পুলিশ ফোর্সের

ইন্সপেকটর জেনারেল শৈলেন্দ্র খানাল। দারচুলায় একটি নতুন পুলিশ হেডকোয়ার্টারের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি দারচুলা-তিনকার রোডও পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় সে’নাপ্রধান জানিয়েছেন, দারচুলা জে’লায় ডামলিং, দারচুলা, লেকাম, লালি, মালিকার্জুন ও

জলজিবি এলাকায় আরো ৬টি বর্ডার চেক পোস্ট তৈরি হবে। এছাড়া ছাংড়ুতে একটি হাসপাতাল তৈরির কথাও জানিয়েছেন তিনি। এই মুহূর্তে সী’মান্তে নেপালের ১২১টি সে’না চৌকি রয়েছে। এবার একধাক্কায় সেই সংখ্যা বাড়িয়ে ২২১ করার সিদ্ধান্তও নিয়েছে নেপাল। নেপালের স্ব’রা’ষ্ট্র ম’ন্ত্রণালয়ের পক্ষ থেকে কেদারনাথ শর্মা এই তথ্যের সত্যতা স্বীকার করে নিয়েছেন৷ শুধু তাই নয়, সেই সংখ্যা লাগাতার বৃ’দ্ধি করে সব মিলিয়ে প্রায় পাঁচশটি চৌকি তৈরি করার পরিকল্পনা করছে কাঠমাণ্ডু।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker