জাতীয়
উত্তরায় ১৬ তলা ভবনে আগুন

রাজধানীর উত্তরা ৩নং সেক্টরের ২নং সড়কে ১৬ তলা ভবন ‘এইচএম প্লাজা’য় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সোয়া ১টায় আগুনের সূত্রপাত হয়। উত্তরা ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, উত্তরার এইচএম টাওয়ারে রাতে আগুন লাগার খবর পেয়ে ৬টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছি। ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১৬ তলা ভবনের ছাদ থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত বৈদ্যুতিক ক্যাবলসহ বেশকিছু নেটওয়ার্কের ক্যাবল ও অ্যান্টিনা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইচএম প্লাজার মালিক মো. নূরুল হুদা জানান, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। এমনকি এইচএম প্লাজাসহ আশপাশের অনেক ভবন আগুন থেকে রক্ষা পেয়েছে।