শিক্ষাঙ্গন

চান্দিনা মাতৃভূমি মডেল গার্লস স্কুল বিজয় ফুল তৈরি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন,

চান্দিনা মাতৃভূমি মডেল গার্লস স্কুল বিজয় ফুল তৈরি  প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার  বিতরন,

 

রিপন অাহমেদ ভূইয়া।

বিজয় ফুল উৎসব উদযাপন উপলক্ষ্যে মাতৃভূমি মডেল গার্লস স্কুল,উপজেলা গেইট, চান্দিনা শাখা কর্তৃক  আয়োজিত ৩০ অক্টোবর( মঙ্গলবার) সকাল ১০ টায়  বিজয় ফুল তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মাতৃভূমি বৃত্তি প্রকল্পের ভাইস চেয়ারম্যান দৈনিক  ভোরের কাগজ, দৈনিক  রূপসী  বাংলার সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন  মাতৃভূমি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান (শিক্ষা) ও মাতৃভূমি বৃত্তি প্রকল্পের পরিচালক  মো: আব্দুল হাই যোবায়ের, ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি  আবু নোমান সরকার ও মাতৃভূমি মডেল গার্লস স্কুল, উপজেলা গেইট, চান্দিনা শাখার প্রিন্সিপাল  নাজমুল হক সরকার।

উল্লেখ্য, শিক্ষার্থীরা শুধু কাগজকে উপকরণ হিসেবে ব্যবহার করে জাতীয় ফুল শাপলার রূপ দেয়া হয়।

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker