চান্দিনা
এতবারপুরে ছাত্রলীগ কর্মীরা অসহায় একজন কৃষকের ৪২ শতাংশ জমির ধান কেটে দিল

চান্দিনার মাটি ও মানুষের নেতা অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় এবং চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি Muntakim Ashraf টিটু নির্দেশনায়, চান্দিনা উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি কাজী ইয়াসিন আহমেদ অভি ও বিপ্লবী সাধারণ সম্পাদক কাউসার আলম আপনের উদ্যোগে# চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ শাকিল কু 7 নং এতবারপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহাগ, আরিফ, মাসুদ, সবুজ সরকার, রবিউল, সানি সরকার, আলমগীর, নাঈমুর, রাসেল, আলাউদ্দিন,শামীম, লিমন, হানিফ, ফয়সাল, ফয়েজ, শাহপরান রবিন, কাউসার, মেহেদী, সাগর, ফরহাদ, শাকিল, আনোয়ার, মিরাজ, শাকিল রানা, শাওন, মনির এবং কাউসার কর্মিদের সাথে নিয়ে আজ ৭ম দিনে অসহায় একজন কৃষকের ৪২ শতাংশ জমির ধান কেটে দিলাম।

সার্বিক সহযোগিতায়ঃ
চান্দিনা উপজেলার আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম ও এতবারপুর ইউনিয়নে দুইবারের সফল চেয়ারম্যান জনাব এ,কে,এম মামুনুর রশীদ আবু ভাই এবং যুবলীগ সভাপতি হান্নান সরকার





