চান্দিনা

চান্দিনার জোয়াগের ধেররা গ্রামে দুই মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করে পুলিশ।

চান্দিনার জোয়াগের ধেররা গ্রামে দুই মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করে পুলিশ। 

 

স্থানীয় প্রতিনিধিঃ মোঃ হোসাইন আহমেদ। 

কুমিল্লা চান্দিনার জোয়াগ ইউনিয়নে মাদক নির্মূলে দৈনিক চান্দিনার সময় পত্রিকায় প্রতিবেদন হওয়ার পর চান্দিনা থানার এ এস আই দেলোয়ারের নেতৃত্বে কঠোর অভিযান শুরু হয়েছে ,গতকাল ধেররা গ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার হয় মাদক বিক্রেতা মোঃ ইউসুফ ও ধেররা উত্তরপারা সোহাগ,এ এস আই দেলোয়ার হোসেনের নিরলস পরিশ্রমে জোয়াগ ইউনিয়নে মাদক অনেকটা কমবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় জনগন। স্থানীয় জনগন বলেন পুলিশের এমন অভিযান অব্যাহত থাকলে ইনশাআল্লাহ মাদকমুক্ত ইউনিয়ন হবে,স্থানীয় জনগন পুলিশের এমন উদ্দ্যেগ কে স্বাগত জানান এবং চান্দিনা থানার ওসি মহদ্বয় ও জোয়াগ ইউনিয়নের পুলিশের ইনচার্জ এ এস আই দেলোয়ার হোসেন কে শুভেচ্ছা ও অভিনন্দন ও কৃতজ্ঞা জানান। 

 

    

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker