জাতীয়

একটি_জরুরী_ও_সচেতনতামুলক_পোস্ট : #গাড়িতে_উঠার_আগে_যা_করতে হবে :

#একটি_জরুরী_ও_সচেতনতামুলক_পোস্ট :
#গাড়িতে_উঠার_আগে_যা_করতে হবে :

১) গাড়ির ছবি ও গাড়ির নম্বর।
২) যাত্রীদের ছবি।
৩) ড্রাইভারের ছবি সহ ইত্যাদি যা পারেন আগে পরিবার কে দিয়ে রাখুন গাড়িতে উঠার আগেই।

লকডাউনের মধ্যেও অনেকেই ঈদ করার জন্য ঢাকা বা অন্য যে কোন স্থান থেকে গাড়ি ভাড়া করে বাড়ির উদ্দেশ্য যাচ্ছেন। ঈদ উপলক্ষে মহাসড়কে যাত্রীবাহী বেশ কিছু মাইক্রোবাস ও চলাচল করছে।
এই সুযোগে একটি সংঘবদ্ধ চক্র গাড়িতে যাত্রী বেশে আগ থেকে উঠে বসে থাকতে পারে।
সুবিধা মতো স্থানে যাওয়ার পর যাত্রীদের জিম্মি করে সব হাতিয়ে নিতে পারে।
এমনও হচ্ছে কোন যাত্রীর কাছে পর্যাপ্ত টাকা না পেলে ঐ যাত্রীর তাদের আত্মীয় স্বজনকে ফোন দিয়ে বিকাশ/ নগদের মাধ্যমে টাকা নেওয়ার ব্যবস্থা করে থাকে।
তাই আগে থেকেই সাবধান।

Close