জেলার খবর

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার

মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার

 

মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।

সারাদেশের ন্যায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাতেও ক্রমান্বয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী।

এ পর্যন্ত মনোহরগঞ্জ উপজেলায় ৭৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।  রিপোর্ট এসেছে ৭৮৫টি। তাদের মধ্যে ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৮৩ জন। মৃত্যুবরণ করেছেন ৬ জন।

বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী। তিনি সকলকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের না হতে এবং বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত রোগীদের সুস্থ্য করে তোলার ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস ভূমিকায় সন্তুষ্টি প্রশংসা করেছেন মনোহরগঞ্জ উপজেলার সকল শ্রেণি-পেশার নাগরিকরা।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker