জাতীয়

চান্দিনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসংযোগ ও মিছিল

চান্দিনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসংযোগ ও মিছিল

 

মোঃ হোসাইন আহমেদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নির্বাচনী গণসংযোগ ও প্রতীক নিয়ে মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম কাসেমী ও তার সমর্থকরা।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরের চান্দিনা মোকাম বাড়ী শাহী ঈদগাহ মাঠ থেকে মিছিল বের করে তারা। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভোটারদের সাথে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ও প্রার্থীর সমর্থকরা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রার্থীর বাবা হাজী মো. ইসমাইল, ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মারুফ হোসেন, সাতবাড়ীয়া আশরাফুল উলুম মাদ্রসার মোহতামিম মাওলানা মোস্তফা কামাল, যুব আন্দোলন সভাপতি এম.সাইফুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের খাঁন ফরাজী, সাংগঠনিক সম্পাদক আবুজর গিফারী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সভাপতি এইচ এম রাশেদুল ইসলাম, সহ-সভাপতি জি এম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচ এম মাহাদী হাসান,  সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু হানিফ নোমান, অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন মজুমদার প্রমুখ।

 

 

 

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker